• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৈয়দ আশরাফের কুলখানি মঙ্গলবার

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৯, ১০:২১ | আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১০:৩৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানির মঙ্গলবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।শনিবার (৫ জানুয়ারি) রাতে সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী মঙ্গলবার (৮ জানুয়ারি) বাদ আছর মরহুম সৈয়দ আশরাফের কুলখানি তার বেইলি রোডের সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে। দলের সব নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের কুলখানিতে শরিক হয়ে মরহুমের জন্য দোয়া মাহফিলে উপস্থিত থাকার অনুরোধ করেন তিনি ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সৈয়দ আশরাফুল ইসলাম ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (৫ জানুয়ারি) তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। রোববার (৬ জানুয়ারি) ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

২০১৭ সালের ২৪ অক্টোবর স্ত্রী মারা যাওয়ার পর থেকেই সৈয়দ আশরাফ অসুস্থ হয়ে পড়েন। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন। ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববারের ভোটে কিশোরগঞ্জ-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।সততা, নির্মোহ ও নির্লোভ মানসিকতা এবং রাজনৈতিক বিচক্ষণতায় নিজের দলের নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও শ্রদ্ধার পাত্র হয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

পিডিবি/জিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সৈয়দ আশরাফ,জনপ্রশাসনমন্ত্রী,সাধারণ সম্পাদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close