• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের বেড়ে ৭৩

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৯, ২০:৩২
আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ৭৩ জন নিহত ও আহত হয়েছেন আরো ৬০ জন। এ ছাড়া বন্যায় নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি জানায়, গত শনিবার বিকেল থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে।

বন্যায় উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন উদ্ধারকর্মীরা। তাঁরা বলছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বন্যার কারণে ভূমিধস ও অনেক গাছ পড়ে গিয়ে পাপুয়ার এলাকাগুলোতে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ওই এলাকার দুটি ব্রিজ ভেঙে গেছে। নষ্ট হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি।

চার হাজারের বেশি মানুষ বাস্তুহারা হয়ে বিভিন্ন সরকারি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

বন্যায় আটকে পড়া এক বাসিন্দা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, এই এলাকা থেকে বের হওয়াও আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। কারণ, অনেক রাস্তাই বন্যার কারণে বন্ধ হয়ে গেছে। আমি অনেক আতঙ্কিত হয়ে পড়েছি।

পিবিডি/রবিউল

ইন্দোনেশিয়,পাপুয়া প্রদেশ,বিবিসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close