• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাইপ্রাসে করোনার নতুন ধরণ ডেল্টাক্রনের আবির্ভাব

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২২, ২০:৫৭ | আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২১:০৫
পূর্বপশ্চিম ডেস্ক

প্রতিনিয়ত জিনগত মিউটেশনের মাধ্যমে নতুন রূপ ধারণ করা করোনা ভাইরাসের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে নতুন ধরনের করোনার আবির্ভাব হয়েছে।

নতুন শনাক্ত এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে ‘ডেল্টাক্রন’। কারণ নতুন এই ধরনে নতুন অতিসংক্রামক ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্টের কিছু জিনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সাইপ্রাসের গবেষকরা।

দেশটির গবেষকরা গবেষণার জন্য ২৫ জনের নমুনা সংগ্রহ করেছিল। পরীক্ষানিরীক্ষায় ১৫ জনের ডেল্টাক্রন শনাক্ত হয়েছে। এই ভাইরাসের কারণে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের ১১ জনের এবং সাধারণ ১৪ জনের নমুনা নেওয়া হয়েছিল।

ইউনিভার্সিটি অব সাইপ্রাসের বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ল্যাবরেটরির প্রধান ডা. লিওনডিওস কোস্ত্রিকিস বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের দেহে এই ভ্যারিয়েন্টের বারবার মিউটেশন ঘটেছে। নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে হাসপাতালে ভর্তির সম্পর্ক থাকতে পারে। আগের ডেল্টা এবং বহুবার রূপ বদলে ফেলা ওমিক্রনের কিছু জিনগত সাদৃশ্য নতুন ডেল্টাক্রন ভ্যারিয়েন্টে মিলেছে।

সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে ‘ডেল্টাক্রন’ ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

পূর্বপশ্চিম- এনই

ডেল্টাক্রন,করোনার নতুন ধরন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close