• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাঁজা ও আফিমে করোনা প্রতিরোধের উপাদানের সন্ধান

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০২২, ০১:২৯
নিজস্ব প্রতিবেদক

গাঁজা ও আফিমে দুইরকম রাসায়নিক যৌগের সন্ধান পাওয়া গেছে, যা করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত রুখে দিতে সক্ষম। এক গবেষণা শেষে যুক্তরাষ্ট্রের ওরেগন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ‌জার্নাল অব ন্যাচারাল প্রোডাক্টসে' এ তথ্য জানিয়েছেন তারা।

গবেষকদের দাবি, আফিম ও গাঁজার ওই দুই যৌগ করোনা ভাইরাসের বাইরের স্তরে থাকা শুঁড়ের মতো দেখতে স্পাইক প্রোটিনের বিভিন্ন অংশকে দ্রুত বেঁধে ফেলতে পারে। ফলে, মানবশরীরে ঢুকে ভাইরাস আর কোষে আশ্রয় নিতে পারে না। সংক্রমণও হয় না।

তারা আরও জানান, গাঁজা এবং আফিমে থাকা ওই দুটি রাসায়নিক যৌগ প্রকৃতপক্ষে দুটি অ্যাসিড। একটির নাম ক্যানাবিগেরোলিক অ্যাসিড (সিবিজিএ) এবং অন্যটি ক্যানাবিডায়োলিক অ্যাসিড (সিবিডিএ)।

গবেষকরা দাবি করছেন এই দুটি যৌগকে ব্যবহার করে করোনা সংক্রমণ প্রতিরোধ নতুন ওষুধ আবিষ্কার করা যেতে পারে।

ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ব্রিমেন বলেছেন, আফিম, গাঁজায় যে দু’টি অ্যাসিডকে আমরা করোনা সংক্রমণ রুখে দিতে দেখেছি। দীর্ঘদিন ধরেই সেই যৌগগুলি মানুষের অন্যান্য চিকিৎসায় কাজে লাগে। তবে এই দু’টি যৌগ যে এত দ্রুত রুখে দিতে পারে করোনাভাইরাসের সংক্রমণও তা এই প্রথম জানা গেল।

পূর্বপশ্চিম- এনই

গাঁজা ও আফিম,করোনা প্রতিরোধ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close