• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘সব খাতের দুর্নীতিবাজদের ধরা হবে’

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৩১
নিজস্ব প্রতিবেদক

শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন যে, দেশের সকল খাতে তালিকা করে বড় বড় দুর্নীতিবাজদের ধরা হবে। জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও তিনি বলেন।

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক দিবস পালনকালে তিনি আরো বলেন, ‘কারো একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না। সরকার, বিরোধী দল ও জনগণসহ সকলকে এগিয়ে আসতে হবে। সবাই এগিয়ে এলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।’

সম্পর্কিত খবর

    বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে চাই না। তদন্ত পর্যায়ে যে অপরাধীর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের অর্থ লোপাটের দিন শেষ। ব্যাংকের অবশ্যই আইন-বিধি অনুযায়ী ঋণ দিতে হবে। জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি করতে দেওয়া হবে না। ’

    ইকবাল মাহমুদ আরো বলেন, আমাদের সকল স্তরের নাগরিক ছাত্র, শিক্ষক, রাজনীতি, সুশীল সমাজসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে। তা না হলে দুর্নীতি নির্মূল করা যাবে না। শুধু দুদক, মিডিয়া কিংবা সরকার দুর্নীতি দূর করতে পারবে না।

    কেকে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close