• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সবার জন্য পেনশনের প্রস্তাব অর্থমন্ত্রীর

প্রকাশ:  ০৭ জুন ২০১৮, ১৪:৫৩ | আপডেট : ০৭ জুন ২০১৮, ১৭:০৪
নিজস্ব প্রতিবেদক

পেনশনের জন্য অবসরপ্রাপ্ত সরকারি চাকুরেদের ছোটাছুটির কষ্ট কমানোর পথ তৈরি করছে সরকার। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সবার জন্য পেনশন সুবিধা চালুর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় তিনি এ প্রস্তাব দেন। সার্বজনীন পেনশনের রূপরেখা এবার ঘোষণা করে অর্থমন্ত্রী বলেন, এবার বাস্তবায়ন হয়তো সামান্য শুরু হবে। সার্বজনীন পেনশনে পেনশন সবার জন্য সমান হবে। সার্বজনীন পেনশনে সব পেনশনার পেনশনের জন্য কন্ট্রিবিউট করবেন; শুধু যারা গরিব তারা ছাড়া সবাই। এক্ষেত্রে গরিবের সীমারেখা নির্ধারণ করতে হবে খাদ্যে নিম্নতম কেলোরিসীমা ঠিক করে।’

সম্পর্কিত খবর

    প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল বেসরকারি খাতে পেনশন দেওয়া। সরকারের এই অঙ্গীকার বাস্তবায়নে ২০১৪ সালে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগকে বেসরকারি খাতের জন্য পেনশন স্কিম চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। বেসরকারি পেনশন বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহায়তায় একটি প্রকল্প ব্যাংকিং বিভাগ হাতে নেয়। এ লক্ষ্যে প্রায় ৮৮ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তার প্রস্তাব দেয় বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী সেটি অনুমোদনও দেন।

    /এসএইচ

    ৮ হাজার বর্গফুট জায়গা ও ২টি গাড়ি থাকলে সারচার্জ

    দাম বাড়ছে যেসব পণ্যের

    দাম কমছে যেসব পণ্যের

    সবার জন্য পেনশনের প্রস্তাব অর্থমন্ত্রীর

    করদাতার টার্গেট ১ কোটি!

    ব্যয় বাড়বে ছোট ও পুরনো ফ্ল্যাটে​

    আরও এক হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব

    ‘২০৪১ সালে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ উন্নত দেশ হবে’

    সোশ্যাল মিডিয়া ও অনলাইন কেনাকাটায় ৫% ভ্যাট

    দাম বাড়ছে সিগারেট-লিপস্টিকের

    প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৮ শতাংশ

    করমুক্ত আয় সীমা অপরিবর্তিত

    সমৃদ্ধ বাজেট, লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে প্রবৃদ্ধি

    এ বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে

    দেশি ফোনের দাম কমলেও বাড়বে বিদেশি ফোনের​

    ‘যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের বড় সাফল্য’

    বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩৯ হাজার কোটি টাকা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close