• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্লগার নীলাদ্রি হত্যায় প্রতিবেদন ২৫ সেপ্টেম্বর

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ১২:১৭
আদালত প্রতিবেদক
ফাইল ছবি

বহুল আলোচিত ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। আজ এমামলার চার্জশিট দাখিলের দিন ধার্য ছিল।

সম্পর্কিত খবর

    ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিনই এ হত্যার দায় স্বীকার করে বিবৃতি আসে জঙ্গি সংগঠন আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) শাখার নামে।

    এ ঘটনায় ওই দিন রাতে নিলয়ের স্ত্রী আশামনি বাদি হয়ে অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা করেন।

    এমামলার গ্রেফতার হয়েছেন ৭ আসামি। তারা হলেন নিলয়কে ফেসবুকে হত্যার হুমকিদাতা মুফতি মাওলানা আবদুর গাফফার, আনসার আল ইসলাম নামে ফেসবুক পেইজ থেকে হত্যার দায় স্বীকারকারী মর্তুজা ফয়সাল সাব্বির ও তারেকুল আলম তারেক, মাসুম রানা, কাউছার হোসেন খান, কামাল হোসেন সরদার ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান।

    /এসএম

    ব্লগার নীলাদ্রি হত্যা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close