• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সাফের প্রস্তুতি সারলো বাংলাদেশ

প্রকাশ:  ২৯ আগস্ট ২০১৮, ১৮:৩৮
স্পোর্টস ডেস্ক

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শ্রীলঙ্কার কাছে ০-১ গোলে হেরেছে বাংলাদেশ।

নীলফামারীতে শহীদ শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যচে শুরুর ১০ মিনিটের মাথায় গোল করে লঙ্কান ফুটবলার মোহাম্মদ ফজল। এরপর পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ আধিপত্য বিস্তার করলেও কোনও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

কদিন আগে এশিয়ান গেমসে ইতিহাস গড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। আগামী বিশ্বকাপের স্বাগতিক দল কাতারকে হারিয়ে গেমসের দ্বিতীয় পর্বে উঠেছিল তারা। সেই দলটিই ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় চলছে সমালোচনা।

সামর্থ্যের বিচারে এই শ্রীলঙ্কার চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। তাছাড়া ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯৪তম এবং আর শ্রীলঙ্কা আছে ২০০তম স্থানে। অথচ তাদের কাছেই কি না হেরে বসেছে লাল-সবুজের দল।

এদিকে, পেশাদার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের এই হোম ভেন্যুতে ব্যাপক দর্শক সমাগম হয়েছে। ম্যাচটি ঘিরে এখন উত্তরবঙ্গের এই জেলায় ছিল উৎসবের আমেজ। নীলফামারীতে উন্মাদনা এতোই বেশি যে, ম্যাচের জন্য নির্ধারিত ২০ হাজার আসনবিশিষ্ট গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে যায়।

-একে

ফুটবল,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close