• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হংকংয়ের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৮, ১০:৫৪
স্পোর্টস ডেস্ক

সদ্য সমাপ্ত এশিয়া কাপে খেলে এসেছেন হংকংয়ের নাদিম আহমেদ। ভারতের বিরুদ্ধেও নেমেছিলেন এই বাঁ হাতি স্পিনার। অথচ সোমবার (০৮ অক্টোবর) তারই বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ দায়ের করল আইসিসি।

নাদিমের পাশাপাশি আরও দুই হংকং ক্রিকেটারের বিরুদ্ধে উঠল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। নাদিমের ভাই ইরফান আহমেদ ও হাসিব আমজাদ রয়েছেন অভিযুক্তের তালিকায়। তিন ক্রিকেটারই পাকিস্তান বংশোদ্ভূত। তবে এশিয়া কাপে নয়, ২০১৪ ও ২০১৬ সালের বেশ কয়েকটি ম্যাচ গড়াপেটা করার অভিযোগ এনেছে তিন জনের বিরুদ্ধে।

দু’বছর আগেই গড়াপেটার অভিযোগে নির্বাসিত হয়েছেন ইরফান। জিম্বাবুয়ের বিরুদ্ধে ২০১৪ সালের একটি ম্যাচে ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে ইরফানের বিরুদ্ধে। এবার নাদিম ও হাসিবের বিরুদ্ধেও ২০১৪ জানুয়ারিতে স্কটল্যান্ড ও কানাডার বিরুদ্ধে একই অভিযোগ উঠল। পাঁচটি ধারায় অভিযুক্ত হয়েছেন তারা।

আগামী দু’সপ্তাহের মধ্যে নাদিম ও হাসিবকে উত্তর দিতে বলেছে আইসিসি।

/অ-ভি

হংকং,তিন ক্রিকেটার,বিরুদ্ধে,ফিক্সিং,অভিযোগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close