• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কৃষি থেকে মতিয়া, বাণিজ্য থেকে তোফায়েল ‘বাদ’

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৯, ১৬:০৩
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর নতুন মন্ত্রিসভায় বেশ কয়েকটি নাম বড় চমক। কৃষি মন্ত্রণালয় থেকে মতিয়া চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে তোফায়েল আহমেদের বাদ পড়ার বিষয়টি এক ধরনের নিশ্চিত।

এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন যথাক্রমে টাঙ্গাইল-১ আসনের আবদুর রাজ্জাক এবং রংপুর-৪ আসনের টিপু মুনসি। বাদ পড়া দুইজন মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন নাকি তারা অন্য কোনও মন্ত্রণালয় পাচ্ছেন, এই বিষয়টি এখনও নিশ্চিত নয়।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে পুরনোদের অনেকেই বাদ পড়তে পারেন। ঠাঁই পেতে যাচ্ছেন অনেক নতুন সংসদ সদস্য। এবার মন্ত্রী হচ্ছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হবেন ৩ জন।

রোববার (৬ জানুয়ারি) বিকেল ৫টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন সদস্যদের নাম ঘোষণা করবেন। সোমবার (০৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।

/অ-ভি

কৃষি,মতিয়া চৌধুরী,বাণিজ্য,তোফায়েল আহমেদ,মন্ত্রীসভা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close