• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শিক্ষা প্রশাসনে দুর্নীতি সহ্য করা হবে না: নওফেল

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ২০:৫৯
চট্টগ্রাম সংবাদদাতা

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষা প্রশাসন নিয়ে দুর্নীতির প্রশ্ন উঠছে। সরকার সবসময় দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। তাই শিক্ষা প্রশাসনে দুর্নীতি সহ্য করা হবে না।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

    মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শ্রেণিকক্ষে পাঠদান না করিয়ে শিক্ষার্থীদের জিম্মি করে আলাদাভাবে অর্থের বিনিময়ে পাঠদানের বাধ্য করা হয়। এটা সম্পূর্ণ অনৈতিক এবং অপরাধ।

    তিনি আরও বলেন, যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত নিয়ম না মেনে অতিক্তি ফি আদায় করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য রোধে যতটুকু দরকার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close