• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কক্সবাজারে ইয়াবাসহ ‘নারী সংবাদকর্মী’ আটক

প্রকাশ:  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫২
চট্টগ্রাম ব্যুরো

কক্সবাজার শহরে নুসরাত পাইরিন নামের এক অনলাইন সংবাদকর্মী’কে ২৯৭৫ পিচ ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৭। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কক্সবাজার মডেল থানার ডিউটি অফিসার কোন মন্তব্য করতে রাজি হননি।

আটককৃত নারী সংবাদকর্মী রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকার নুরুল হোসেনের কন্যা এবং কক্সবাজার সিটি কলেজের (অনার্স) ইসলামিক ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

সম্পর্কিত খবর

    গত বুধবার রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের খুরুশকুল রোড়ের চৌধুরী গার্লস হোস্টেলের পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একদল সদস্য।

    র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ‘হাতবদলের উদেশ্যে ইয়াবাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুসরাত পাইরিন নামের ওই নারীকে ইয়াবাসহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।’

    উক্ত ঘটনার পর পুরা শহরে কানাঘুষা চলছে ইয়াবাগুলো যদি নুসরাত হাত বদলের উদ্দেশ্যে বের হয়। তাহলে এ মাদক ব্যবসার মূল নায়ক কে? অনেকে মন্তব্য করেন ওর সাথে স্থানীয় এক টিভি সাংবাদিক জড়িত। তবে তার কোন সঠিক প্রমাণ দিতে পারেননি কেহ। এমন ঘটনায় সুষ্ঠু তদন্ত চেয়ে নুসরাতের পক্ষে অনেকে সামাজিক সাইটে স্ট্যাটাস দিতেও দেখা যায়।

    সুত্রে জানা যায়, ধৃত ওই নারী দীর্ঘদিন ধরে পড়ালেখার পাশাপাশি কক্সবাজারের একটি অনলাইন নিউজ র্পোটালের সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদকর্মী হিসেবে কাজ করত।

    সাংবাদিকতা নামের আড়ালে সে জড়িয়ে পড়ে ইয়াবা ব্যবসায়। অবশেষে বিষয়টি নিশ্চিত হবার পর র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় এমনটি র‌্যাবের দাবি।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close