• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৭
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারঘাটের হলিদাগাছী স্টেশন এলাকায় মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকাসহ সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বর্তমানে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করেছে রিলিফ ট্রেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিন্টেন্ডেন্ট গোলাম মোস্তফা জানান, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার তৎপরতা চলছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

তিনি আরো জানান, শনিবার রাত তিনটার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মালবাহী একটি ট্রেন চারঘাটের হলিদাগাছী স্টেশনের ৫০০ গজ পশ্চিমে লাইনচ্যুত হয়। এ ঘটনার পরে রাজশাহী থেকে আর কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। এতে করে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। নির্দিষ্ট সময়ে ট্রেন না ছাড়তে পারায় রাজশাহী স্টেশনে আটকা পড়েন যাত্রীরা।

এদিকে চারঘাটে ট্রেন লাইনচ্যুতের পরে রাজশাহী থেকে সকালে ঢাকাগামী সিল্কসিটি, খুলনাগামী সাগরদাঁড়ি, চিলাহাটিগামী তিতুমীর ট্রেনও গন্তব্যস্থলের দিকে রওয়ানা হতে পারেনি। এতে রাজশাহী রেলস্টেশনে যাত্রীরা আটকা পড়েছেন।

/পিবিডি/পি.এস

রাজশাহী,ট্রেন চলাচল বন্ধ,রেলপথ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close