• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিউজিল্যান্ডের মসজিদে ‘ভয়ঙ্কর হত্যাযজ্ঞে’ ট্রাম্পের নিন্দা

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৯, ১৯:৫৯
আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকধারীর গুলিতে ৪৯ জন নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ হামলাকে ‘ভয়ঙ্কর হত্যাযজ্ঞ’ বলে উল্লেখ করে সামাজিক মাধ্যম টুইটারে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, নিউজিল্যান্ডের জন্য যে কোনও কিছু আমরা তাদের পাশে আছি। খবর বিবিসির।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকেও বর্বরোচিত এ হামলার নিন্দা জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রাইস্টচার্চে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। নিহতদের পরিবার ও আহতদের প্রতি আমাদের শোক ও সমবেদনা। ঘৃণার এই নৃশংস কাণ্ডের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের জনগণ ও সরকারের পাশে আছি আমরা।

উল্লেখ্য, শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়। এই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জন নিহতের কথা নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। হামলার পর চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এক অস্ট্রেলীয় নাগরিক রয়েছেন।


/পিবিডি/একে

ক্রাইস্টচার্চে হামলা,ডোনাল্ড ট্রাম্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close