• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নোয়াখালীতে ২ গৃহবধূ নিহত, পলাতক স্বামী

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৯, ১৫:৪৩
নোয়াখালী প্রতিনিধি

পৃথক ঘটনায় নোয়াখালীতে দুই গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২৪ মার্চ) সকালে জেলার চাটখিল এবং দুপুরে কবিরহাট উপজেলা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন— আকলিমা আক্তার কাকলি (২৫) ও সামছুন নাহার সাকি (৩৫)।

কাকলি চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাতরাপাড়া গ্রামের মামুন হোসেনের স্ত্রী এবং সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আব্দুল কাদেরের মেয়ে।

আর সামছুন নাহার সাকি কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাকলিদের ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের অভিযোগ, কাকলিকে মারধরের পর গলা টিপে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক।

চাটখিল থানার ওসি সামছুদ্দিন জানান, কাকলির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

অন্যদিকে, পারিবারিক কলহের জের ধরে শনিবার স্বামীর সঙ্গে ঝগড়া করে কবিরহাট উপজেলার নলুয়া গ্রামে কীটনাশক প্রাণ করেন সামছুন নাহার সাকি। পরে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, খবর পেয়ে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পিবিডি/আর-এইচ

নোয়াখালী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close