• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফুল কিনেছে, বই কেনেনি

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪২
রবিউল কমল
ছবি: সংগ্রহ

১৪ ফেব্রুয়ারি ছিল ভালোবাসা দিবস। বইমেলার ছিল ১৪তম দিন। এদিন ভালোবাসার রঙে রঙিন ছিল পুরো বইমেলা। মেয়েরা শাড়ি আর খোঁপায় ফুলের মালা ও ছেলেরা পাঞ্জাবি পরে মেলায় এসেছিল। মেলায় আগতদের অধিকাংশ ছিল তরুণ-তরুণী। তবে এসব দর্শণার্থীদের অধিকাংশই বই কেনেনি। তারা ফুল কিনেছে, উপহার দিয়েছে কিন্তু বই কেনার প্রতি ছিল একেবারেই অনীহা। কিন্তু তারা এদিন একটি গোলাপ ফুল ৮০ থেকে ১০০ টাকা দিয়ে কিনেছে। এ নিয়ে অনেক স্টলের বিক্রেতাদের বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।

অবসরের এক বিক্রয়কর্মী বলেন, আজ প্রচুর মানুষের সমাগম ছিল। কিন্তু তাদের অধিকাংশ বই কেনেনি। অথচ তারা মেলায় এসে ঘুরেছে আর আড্ডা দিয়েছে। তাদের কারণে যারা বই কেনার জন্য মেলায় এসেছে তারা বিরক্ত হয়েছে।

তাম্রলিপির এক বিক্রেতা বলেন, আজ বই বিক্রি বেশি হয়েছে। তবে মানুষের উপস্থিতি অনুপাতে সেটা খুবই কম। কাল পরশু দুই দিন ছুটির দিন। আশা করছি ওই দুই দিন বিক্রি বাড়বে।

পিবিডি/রবিউল

ভালোবাসা দিবস,বইমেলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close