• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছুটির দিনে বিক্রি বেড়েছে

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৪
নিজস্ব প্রতিবেদক

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ছিল অমর একুশে মেলার ১৫তম দিন। এদিন ছুটির দিন থাকায় মেলায় ছিল উপচেপড়া ভিড়। তবে শুক্রবার মেলায় বিক্রিও ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। প্রকাশক ও বিক্রয়কর্মীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

এদিন মেলা শুরু হয় বেলা ১১টায়। এ সময় থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর। মেলায় যেন ছিল শিশু পাঠকদের মেলা বসেছিল। শিশু প্রহর উপলক্ষে মেলায় দুপুর ১টা পর্যন্ত শিশুরা শিশু চত্বরে হাসিখুশিতে মেতে থাকে। হালুম-ইকরির সাথে অনেক শিশুকে খেলতে দেখা গেছে। বাবা-মায়ের সাথে বইও কিনেছে অনেকে। বরাবরের মতোই শিশু চত্বরের সিসিমপুর স্টলে ভিড় ছিল দেখার মতো।

সম্পর্কিত খবর

    বেলা বাড়ার সাথে সাথে বই মেলায় সব বয়সের বইপ্রেমীরা প্রবেশ করতে থাকে। ফলে মেলায় আজ বই বিক্রি ছিল অনেক বেশি। প্রকাশক ও বিক্রয়কর্মীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

    চন্দ্রাবতী প্রকাশনের বিক্রয়কর্মী আলম পূর্বপশ্চিমকে বললে, আজ বিক্রি মেলার গত দিনগুলোর চাইতে বেশি। এমনটা যেন সামনের দিনগুলোতেও থাকে। আজ স্টলের ঝাপি খোলার সাথে সাথে ক্রেতারা আসতে থাকে। আজ বিক্রি ভালো। আশা করছি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন এমন বিক্রি হবে।

    পিবিডি/রবিউল

    অমর একুশে মেলা,শিশুপ্রহর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close