• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কন্যা হত্যার বিচার না দেখেই চলে গেলেন মেহেরুন রুনির মা

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২২, ১৮:১৬
নিজস্ব প্রতিবেদক

মেয়ে ও জামাতার হত্যাকাণ্ডের বিচার না পাওয়ার আক্ষেপ নিয়েই চলে গেলেন সাংবাদিক মেহেরুন রুনির মা নুরুন নাহার মির্জা (৬৪)। বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনের বরাত দিয়ে রুনির এক সময়ের সহকর্মী এটিএন বাংলার বার্তা সম্পাদক নাদিরা কিরণ এ তথ্য নিশ্চিম করেছেন। তিনি জানান, রুনির মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কোভিড ও কিডনির জটিলতা নিয়ে নুরুন নাহার মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

গত ডিসেম্বরে অসুস্থ হয়ে পড়লে নুরুন নাহারকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

নুরুন নাহার মির্জার মরদেহ ইন্দিরা রোডের বাসার কাছের মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে। সেখানে সাগর-রুনিকেও দাফন করা হয়।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনি। এরপর প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও এখনো মামলার তদন্তই শেষ হয়নি।

পূর্বপশ্চিম-এনই

মেহেরুন রুনির মা,সাগর-রুনি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close