• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে নীলক্ষেত অবরোধ

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১২:৫৮ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৩:০১
নিজস্ব প্রতিবেদক

সব চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ চার দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। এতে আশেপাশের রাস্তাগুলো বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা মোড় অবরোধ করেন।

চাকরিপ্রত্যাশীদের অন্য দাবিগুলো হলো- নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বন্ধ, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা।

আন্দোলনকারী রুবেল হোসেন বলেন, চাকরিতে প্রবেশের বসয়সীমা বৃদ্ধি আমাদের যৌক্তিক দাবি৷ আমরা চাই সরকার যাতে দ্রুত আমাদের দাবি মেনে নেয়৷ এ জন্য আমরা রাস্তায় নেমেছি৷

আন্দোলনে চাকরিপ্রত্যাশীদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন— আব্দুল্লাহ আল-মামুন, ওমর ফারুক, মানিক হোসেন রিপন, সাদেকুল মিলন, নিতাই সরকার, তাসলিমা লিমা, তানভির হোসেন, আনোয়ার সার্কিন, ইমতিয়াজ হোসেন, ইবনে তানজির, এম এ আলী, অক্ষয় রায়, ফকির আল মামুন, শারমিন সুলতানা, সুমনা রহমান, মার্জিয়া মুন, সায়রা হক, সাজিদ রহমান, মইনুল হোসেন, বিন্দু প্রমুখ।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

অবরোধ,নীলক্ষেত,দাবি,বয়স,চাকরি,প্রবেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close