• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অনশন ভেঙে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২২, ২০:৩৬ | আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২০:৫০
নিজস্ব প্রতিবেদক

অনশন ভেঙে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ক্যাম্পাসে পুলিশি অভিযান নিঃসন্দেহে দুঃখজনক। তেমনই শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনাও দুঃখজনক। শিক্ষার্থীদের যে কোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চলমান সংকট নিয়ে আরও আলোচনা করতে হবে। আশাকরি আলোচনার মাধ্যমে শিগগিরই এ সংকট সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যে শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাজধানীর হেয়ার রোডে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মন্ত্রীর বাসায় এই বৈঠক শুরু হয়, রাত ৮টা পর্যন্ত বৈঠক চলে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীপু মনি।

মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেয়া শিক্ষকদের প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম।

পূর্বপশ্চিম- এনই

শাবি উপাচার্য,শিক্ষামন্ত্রী,শাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close