• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংসদ অধিবেশন শুরু

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২২, ১২:৫০ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২:৫৪
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালোর প্রথম অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১টা ০২ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়। খবর বাসসের।

শনিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রোববারের কার্যসূচিতে দেখা গেছে, আইনমন্ত্রী আনিসুল হক 'প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২' উত্থাপন করবেন। এর পর তিনি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন।

সংসদ সচিবালয়ের আইন শাখার কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষা করে সংসদীয় কমিটির প্রতিবেদনের জন্য খুব বেশি সময় দেওয়ার সুযোগ হবে না। দ্রুত বিলটি পাস করা হবে। গত সোমবার প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

সংসদ,অধিবেশন,জাতীয় সংসদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close