• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বছরে ক্যান্সারে মৃত্যু লাখের কাছাকাছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২২ | আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৮
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক

বছরে ক্যান্সারে লাখের কাছাকাছি মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তিনি বলেন, ‘দেশে প্রায় ২০ লক্ষ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। করোনার হিসাব আমাদের সামনে আসলেও ক্যান্সারে মারা যাওয়ার খবর আমরা রাখিনা।’

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সংক্রমণ ব্যধি সবসময়ই বেশি ছিলো। কলেরা, টাইফয়েড, ডায়রিয়া সব কিছুই আমাদের আক্রান্ত করেছে। স্বাস্থ্য সেবার উন্নয়নের ফলে এখন তা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।’

তিনি বলেন, ‘মানুষের জীবন যাত্রার উন্নয়ন হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন রোগও বাড়ছে। ক্যান্সার, ডায়াবেটিস, কিডনী, লিভারের নান জটিলতায় মানুষ মারা যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘প্রি-ডিটেক্ট, প্রিভেনশন খুবই গুরুত্বপূর্ণ। দেশের বাতাস অন্যান্য দেশের তুলনায় ভালো নয়। যার ফলে বাতাস ঘটিত বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে। দেশে প্লাস্টিক, পলিথিন পুড়ানো হয়। সেসব থেকে ক্যান্সারের জীবানু আসে। খাদ্যে ভেজাল হলেও ক্যান্সারে আক্রান্তের সম্ভাবনা বাড়ে। শষ্যে কীটনাশক ব্যবহার হয়। অনেকে অযথা মোটা হয়ে যায়। খেলাধুলা শরীরচর্চা করে না। তামাকের কারণেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।’

দেশের মানুষের আয়ু বাড়াও ক্যান্সার ঝুঁকির একটি অন্যতম কারণ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা যদি আগে থেকেই ডিটেক্ট করে প্রিভেনটিভ ব্যবস্থা নেই তবে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমে যায়।’

পূর্বপশ্চিমবিডি/জেএস

ক্যান্সার,স্বাস্থ্যমন্ত্রী,জাহেদ মালিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close