• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সংক্রমণ কমলে সময় বাড়বে বইমেলার

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৩
নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ কমলে অমর একুশে বইমেলার সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমিতে বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

কে এম খালিদ বলেন, ‘সংক্রমণের কারণে এবার বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এখন যেভাবে কোভিডের সংক্রমণ কমছে সেভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আমরা মেলার সময়সীমা খানিকটা বাড়াতে পারব।’

তিনি বলেন, ‘প্রতিবছর ৩টা থেকে বইমেলা শুরু হতো। কিন্তু এ বছর যেহেতু আমাদের সময় কম, ১৫ দিনের মেলা, সেজন্য আমরা দুপুর ২টা থেকে মেলা শুরু করব। ছুটির দিনে বরাবরের মতো বেলা ১১টা থেকে মেলা শুরু হবে।’

এবারের বইমেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে মেলার গেটে সবার শরীরের তাপমাত্রা মেপে এরপর বই মেলায় ঢুকতে দেওয়া হবে। মেলার ভেতরে স্বাস্থ্যবিধি মনিটরের জন্য থাকবে মোবাইল টিম । মেলার স্টলের দায়িত্বে থাকা সকলকে তাদের করোনা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

বইমেলা,সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close