• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বই বিক্রি বাড়ায় প্রকাশকদের আশার পালে হাওয়া

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২২, ০০:২৩
নিজস্ব প্রতিবেদক

নানা টানাপোড়েনের পর গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা-২০২২। গত দুই বছর প্রায় সব প্রকাশককে গুনতে হয়েছিল লোকসান। তাই ক্রয়-বিক্রয় ও লোকসমাগম নিয়ে প্রকাশকদের মাঝে বিরাজ করছিল দোদুল্যমান অবস্থা।

তবে এবারের মেলার প্রথমদিন থেকেই পাঠকদের সরব উপস্থিত এবং ক্রমান্বয়ে বই বিক্রি বাড়ায় আশার পালে হাওয়া লাগতে শুরু করেছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) পঞ্চম দিনে মেলা শুরু হয় সকাল ১১টায়। মেলা চত্বর ঘুরে দেখা যায়, শুক্রবারের তুলনায় লোকসমাগম কিছুটা কম হলেও আগের দিনগুলোর তুলনায় নেহাত কম নয়।

ক্রমান্ময়ে লোক সমাগম বাড়ছে। প্রকাশক ও বিক্রয় কর্মীরা জানান, ক্রমান্বয়ে বিক্রি বাড়ছে। সামনে আরও বাড়বে বলে আশা তাদের। বিক্রি বাড়ায় প্রকাশকদের প্রত্যাশা গত দুই বছরের লোকসান মিটিয়ে ঘুরে দাঁড়াবেন।

জিনিয়াস পাবলিকেশনের স্বত্বাধিকারী হাবিবুর রহমান বলেন, ‘গত দু’বছরের তুলনায় এবার প্রথম দিন থেকেই বিক্রি ভালো। যত দিন যাচ্ছে বিক্রি বাড়ছে। মেলার সময় বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন; যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বাড়ানোর ঘোষণা দেননি। আমরা আশা করছি, তিনি সময় বাড়াবেন এবং আগের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবো।’

অবসর প্রকাশের স্বত্বাধিকারী নূর-ই-মুনতাকিম আলমগীর বলেন, ‘আজকে মেলার পঞ্চম দিন। এখন পর্যন্ত বিক্রি ভালো হচ্ছে। বিক্রি ক্রমান্বয়ে বাড়ছে। আশা করছি, সামনে আরও ভালো বিক্রি হবে। গত বছর টালমাটাল পরিস্থিতিতে মেলা শুরু হয়ে শেষ সময়ের আগেই শেষ হয়ে গিয়েছিল। আমরা একটা আভাস পাচ্ছি মেলার সময় বাড়বে; এটি পাঠক, লেখক, প্রকাশক সবার জন্যই ভালো হবে। গত দুই বছর প্রকাশকরা লোকসানের মধ্যে আছেন। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন তারা।’

জিনিয়াস পাবলিকেশনের বিক্রয় কর্মী সাব্বির হোসেন বলেন, ‘আজ দুই দিন বিক্রি আগের দিনগুলোর তুলনায় বেশি হচ্ছে। মেলা জমে উঠেছে। পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, আগামী দিনগুলোতে পাঠক সমাগম আরেও বাড়বে, বিক্রিও বাড়বে।’

অক্ষর প্রকাশনীর বিক্রয়কর্মী ইমাম হোসেন বলেন, ‘মেলার শুরুর দিন থেকেই ক্রমান্বয়ে বিক্রি ও পাঠক সমাগম বাড়ছে। বিক্রি ভালো হচ্ছে। আমরা আশাবাদী, মেলার যত সময় গড়াবে, বিক্রি তত বাড়বে। সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। স্কুল-কলেজ খুলে দিলে মেলায় পাঠকদের আরও উপচে পড়া ভিড় দেখতে পাবো। সঙ্গে বিক্রিও বাড়বে।’

চাঁদপুর থেকে বইমেলায় ঘুরতে এসেছেন এক শিক্ষার্থী মিনহাজ আহমেদ। তরুণ লেখকদের প্রতি তার ঝোক বেশি। এছাড়াও নামকরা লেখকরাও তার পছন্দের তালিকার শীর্ষে। তিনি বলেন, ‘বইমেলার প্রতি আমার ছোটবেলা থেকেই টান। গতবছর মেলার সময়টাতে গাড়ি বন্ধ থাকায় আসতে পারিনি। এবার আসতে পেরে ভালোই লাগছে। মেলার এবারের স্টল বিন্যাসও বেশ ভালো লাগছে। ঘুরে ঘুরে দেখছি। বই পছন্দ করছি, কিনছি। আজ দুইটা বই কিনলাম। আরও কিছুদিন ঢাকায় থাকবো। মেলায় আসবো। আরও কয়েকটা বই কিনবো।’

পূর্ব পশ্চিম/জেআর

বইমেলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close