• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিসিবির সেই কনসার্টে জাতীয় সঙ্গীতকে বিকৃতভাবে গাওয়ার অভিযোগ

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১৯:৩৮
অনলাইন ডেস্ক

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টে বিকৃতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এর নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক জোট একটি বিবৃতি দিয়েছে।

জোটের অভিযোগ, ‘বাংলাদেশ ন্যাশনাল এন্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার- ১৯৭২’ এবং ‘ন্যাশনাল এন্থেম রুলস অ্যামেন্ডড-২০২২’ এবং প্রচলিত গায়নরীতি উপেক্ষা করে সেদিন জাতীয় সঙ্গীত উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা ক্ষুব্ধতার সাথে লক্ষ্য করছি যে, গত ২৯ মার্চ বিসিবির উদ্যোগে মিরপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত কনসার্টে সরকারি নীতিমালা লঙ্ঘন করে বিকৃতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। সেদিনের পরিবেশনায় নিয়ম বহির্ভূতভাবে প্রিলুড সংযোজন, কণ্ঠ হারমোনাইজ করা, পুরুষ ও মহিলা কণ্ঠ আলাদাভাবে ডুয়েট গানের মতো গাওয়া এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কোনো কোনো শিল্পীর হাত নাড়ানো-জাতীয় সঙ্গীতকে অসম্মান ও অবমাননার সামিল।

এতে আরো বলা হয়, এ ন্যক্কারজনক ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

পূর্বপশ্চিম/এনএন

জাতীয় সঙ্গীত,বিসিবি,কনসার্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close