• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংসদ সচিবালয়ে সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশ:  ১০ এপ্রিল ২০২২, ১৯:০৩
নিজস্ব প্রতিবেদক

সংসদ সচিবালয়ে কর্মরত সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক নারী। এ ঘটনায় ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে ৯ এপ্রিল অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব চেয়েছে কর্তৃপক্ষ। এর আগে ২৮ মার্চ সংসদ সচিব বরাবর লিখিত অভিযোগ দেন ওই নারী।

অভিযুক্ত কর্মকর্তা হলেন, সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৬ এ অফিসার মো. রফিকুল ইসলাম। অভিযোগকারী নারী রফিকুলের অধীনে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন।

জানা যায়, রফিকুল ইসলাম ওই নারীকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছিলেন। অনেক অনুনয়, অনুরোধেও তাকে থামাতে পারেননি ওই নারী। রফিকুল ইসলাম উল্টো তাকে হত্যার হুমকি পর্যন্ত দেন।

এ ঘটনায় গত ২০ মার্চ ভুক্তভোগী নারী শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে অভিযুক্ত কর্মকর্তার হুমকির মুখে সেই জিডি তুলে নেন ভুক্তভোগী। এরপর সংসদ সচিবালয়ে অভিযোগ করেন তিনি।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম বলেন, ‌এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর তাকে (অভিযুক্ত কর্মকর্তা) শোকজ করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আমি আসলে তাকে (অভিযোগকারী নারী) শাসন করতে চেয়েছিলাম। এই বিষয়টিই বড় করে দেখা হচ্ছে। তবে আমার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে, এটা ঠিক। তাছাড়া সচিব স্যারের কাছে বিচারও দেওয়া হয়েছে। তাদের কাছেই এ ব্যাপারে জানতে পারবেন। আমি এর বেশি কিছু বলতে চাই না।

পূর্বপশ্চিমবিডি/জেএস

যৌন হয়রানি,সংসদ সচিবালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close