• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সীতাকুণ্ডের ডিপোতে রাসায়নিকের চারটি কন্টেইনার শনাক্ত

প্রকাশ:  ০৬ জুন ২০২২, ১৬:২০
চট্টগ্রাম প্রতিনিধি

সীতাকুণ্ডের বিএম ডিপোতে রাসায়নিক দ্রব্যের চারটি কন্টেইনার শনাক্ত করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। সেগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৬ জুন) দুপুর ১২টায় ডিপোর গেটে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেন, ডিপোতে থাকা চারটি কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এই কনটেইনারগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে।

শনিবার রাতে এই ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে অগ্নি নির্বাপণ ও উদ্ধার অভিযানের পাশাপাশি রাসায়নিক দূষণ ঠেকাতে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এক দিন পরও ডিপোর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি, সোমবারও ডিপোর বিভিন্ন অংশে ধোঁয়া উড়তে দেখা গেছে।

সীতাকুণ্ডে বিস্ফোরণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close