• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদযাত্রায় মানুষের দুর্ভোগের জন্য গার্মেন্টস মালিকরা দায়ী: কাদের

প্রকাশ:  ১২ জুলাই ২০২২, ১৮:০৩
নিজস্ব প্রতিবেদক

এবার ঈদযাত্রায় সড়কে মানুষের দুর্ভোগের জন্য বিজিএমইএ এবং বিকেএমইএকে দায়ী করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এবার ঈদে তৈরি পোশাক কারখানাগুলোতে ছুটির বিষয়ে সরকারের পরামর্শ শোনেনি বিজিএমইএ এবং বিকেএমইএ।

মন্ত্রী বলেন, ব্যবস্থাপনার ক্রটির কারণেই এবার ঈদযাত্রায় দুর্ভোগ হয়েছে। এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যানজট যেখানে হয়েছে সেটা হয়েছে ব্যবস্থাপনার ত্রুটির কারণে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঈদের পরে প্রথম কার্যদিবসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতুর কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পেরেছে। অপরদিকে বঙ্গবন্ধু সেতুর ওপর এক দিনেই ৪৩টি দুর্ঘটনা হয়েছে। তাই উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগ বেশি হয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য আগামী সেপ্টেম্বরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালনা সেতু ও বেকুটিয়া সেতু উদ্বোধন করবেন বলেও জানান কাদের।

পূর্বপশ্চিমবিডি/এআই

ওবায়দুল কাদের,ইদযাত্রায় দূর্ভোগ,বিজিএমইএ,বিকেএমইএ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close