• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মহাসড়কে মোটরসাইকেল চলাচল স্থায়ীভাবে বন্ধের সুপারিশ

প্রকাশ:  ২৭ জুলাই ২০২২, ১৯:১৪
নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে দূরপাল্লায় ও আন্তঃজেলায় মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন সরকারের পরিবহন বিষয়ক টাস্কফোর্সের সদস্য শাহজাহান খান। তিনি বলেন, দেশে ৪০ শতাংশ দুর্ঘটনা হয় মোটরসাইকেলে। সুতরাং আমরা সেটাকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি।

বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন খাতে ‘শৃঙ্খলা জোরদারকরণ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন’ সংক্রান্ত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের সভায় এ সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শাহজাহান খান বলেন, মোটরসাইকেল দিয়ে দূরপাল্লায় ও আন্তঃজেলায় রাইডশেয়ারিং হবে না। সুতরাং আমরা সেটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি।

এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি। তবে এখনও স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়নি।

পূর্বপশ্চিম- এনই

মহাসড়ক,মহাসড়কে মোটরসাইকেল চলাচল,মোটরসাইকেল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close