• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাড়ির ওপর থেকে সরানো হলো গার্ডার, ৫ জনের লাশ উদ্ধার

প্রকাশ:  ১৫ আগস্ট ২০২২, ২০:৪৮ | আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২১:৫৯
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় জসীমউদ্দীন এলাকায় দুর্ঘটনা কবলিত গাড়ির ওপর থেকে গার্ডারটি সরানো হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

সোমবার (১৫ আগস্ট) রাতে ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

এর আগে বিকালে উত্তরার জসিমউদ্দিন এলাকায় আড়ং শো-রুমের সামনে বাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) একটি গার্ডার ভেঙে পড়ে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮।

ঘটনাস্থলে গাড়ির মধ্যেই নিহতরা হলেন মো. রুবেল (৫০), ফাহিমা (৪০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহতরা হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

পুলিশ জানায়, বিকেলের দিকে গার্ডারটি ভেঙে একটি প্রাইভেট কারের ওপর পড়ে। গাড়ির মধ্য থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্বপশ্চিম- এনই

গাড়ির ওপর গার্ডার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close