• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডিএসসিসি এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি: তাপস

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ১৮:১৯
নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকায় এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি বলে মন্তব্য করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (৯ নভেম্বর) রাজধানীর পোস্তগোলায় জাতীয় মহাশ্মশান উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, সেপ্টেম্বরের পর থেকেই হঠাৎ করে বিভিন্ন মাত্রায় এবং থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী আমরা দেখেছি, সেপ্টেম্বরের পর থেকে ডেঙ্গু রোগের বিস্তার কমে আসে। কিন্তু এবার আমরা দেখছি তার উল্টো।

তিনি বলেন, আমরা সেপ্টেম্বর পর্যন্ত এটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রাখতে পারলেও অক্টোবর থেকে বেড়েছে। এটা জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, আপনারা যদি তথ্য নিয়ে দেখেন, গতকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে মাত্র ৪৮ জন রোগী শনাক্ত হয়েছে। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমরা এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৯৬ ডেঙ্গুরোগী।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডিএসসিসি,মেয়র,শেখ ফজলে নূর তাপস,ডেঙ্গু,নিয়ন্ত্রণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close