• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কূটনীতির জন্য রোল মডেল হিসেবে পরিচিত’

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২২, ২২:০৮
নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশ-ভারত দু’দেশ ক্রমবর্ধমান বিভিন্ন সেক্টরে সমন্বয়ক করে কাজ করছে। এ সম্পর্ক কূটনীতির জন্য রোল মডেল হিসেবে পরিচিত।

ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটেক) দিবস উপযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ।

আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা ভারতীয় ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মুক্তিযুদ্ধে তাদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন এবং রক্ত দিয়েছেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের বৃত্তি দিচ্ছে ভারত সরকার।

আইটেকসহ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সব পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ বি‌ভিন্ন বিষয়ে ভারত যে সহযোগিতা করছে, তা বাংলাদেশের জন্য অনন্য সুযোগ জানিয়ে মন্ত্রী বলেন, দু’দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যাবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আ ক ম মোজাম্মেল হক,মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী,কূটনীতি,বাংলাদেশ-ভারত,সম্পর্ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close