• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যৌন হয়রানি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে: ডেপুটি স্পিকার

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২২, ১৯:৫৩
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক বলেছেন, যৌন হয়রানি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যৌন হয়রানি বাড়ছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রস্তাবিত ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২২’–এর খসড়ার ওপর আলোচনার সময় এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে খসড়ার ওপর মতামত জানতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে যৌথভাবে পার্লামেন্টেরিয়ান ককাস অন চাইল্ড রাইটস এবং সরকারি–বেসরকারি ১৯৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তির অভিজ্ঞতা বিনিময়ের প্ল্যাটফর্ম জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

বক্তারা খসড়া আইনে যৌন নির্যাতনের সংজ্ঞা, সাজা, কমিটির নাম ও এখতিয়ার এবং আইনটি কার্যকরভাবে প্রয়োগের ক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে তা নিয়ে মতামত তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার মো. শামসুল হক বলেন, যৌন হয়রানি প্রতিকারের প্রেক্ষাপট থেকে আইন প্রণয়নের আলোচনা এসেছে। আইনটি এমন হতে হবে যেন তা অপরাধীদের জন্য হুমকি হয়। আইনটি কার্যকরভাবে প্রয়োগ করতে আইন প্রয়োগকারী ব্যক্তিদেরও সংবেদনশীল হতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডেপুটি স্পিকার,সামাজিক ব্যাধি,যৌন,হয়রানি,মো. শামসুল হক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close