• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুয়াশার কারণে শাহজালালে শিডিউল বিপর্যয়

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২৩, ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে শিডিউল বিপর্যয়ে পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে প্রায় তিন ঘণ্টা ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিলো। সকাল ৯টার পর স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দোহা থেকে আসা ফ্লাইট সিলেটে এবং সিঙ্গাপুর ও শারজাহ'র ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এছাড়া বিমানের দাম্মাম থেকে আসা ফ্লাইটটি পাঠানো হয় সিলেটে।

একই কারণে বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইট বিলম্বে অবতরণ করেছে। কুয়াশার কারণে ঢাকার আকাশে দীর্ঘক্ষণ চক্কর দিয়ে অবতরণ করেছে সৌদি এয়ারলাইন্সের রিয়াদ ও মদিনা থেকে ঢাকাগামী ফ্লাইট, ইউএস-বাংলার মাস্কাট, ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে আসা ফ্লাইট।

এছাড়া কুয়াশার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে ঢাকা থেকে প্রায় অর্ধশতাধিক ফ্লাইট সঠিক সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। রানওয়ে খোলার পর পর ফ্লাইট অবতরণের বিষয়টি অগ্রাধিকার পাওয়ায় রানওয়েতে উড্ডয়নের জন্য অপেক্ষা করা ফ্লাইটগুলোর জট তৈরি হয়।

নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় ভোর ৬টা থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত ঢাকা বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করেনি। ৯টার পর থেকে ফ্লাইটগুলো অবতরণ ও উড্ডয়ন করছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঢাকা,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,কুয়াশা,শিডিউল,বিপর্যয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close