• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, ঢাকার বাইরে বেড়েছে রোগীর সংখ্যা

প্রকাশ:  ২৮ জুলাই ২০২৩, ০১:৫৬
পূর্বপশ্চিম ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৩৬১ জন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১,১২২ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১,২৩৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৮,৪৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার ৪,৮০৯ জন। বাকি ৩,৬৫৮ জন অন্য বিভাগের।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪২,৭০২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩৪,০১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং আক্রান্তের সংখ্যা ছিল ৬২,৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩,১৬২ জন।

ডেঙ্গু,রোগী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close