• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে র‌্যাগিং

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ | আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮
পূর্বপশ্চিম ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিষেধাজ্ঞা সত্বেও ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদেরকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানিয়ে শাস্তি দাবি করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) র‌্যাগিংয়ের শিকার পরিসংখ্যান বিভাগের নবীন শিক্ষার্থী মামুন অর রশিদের অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান প্রক্টর বরাবর র‌্যাগিংয়ের প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে দেখা যায়, ‘শুভেচ্ছা ক্লাসের পর থেকেই নবীন শিক্ষার্থীদেরকে নিয়মিত র‍্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী। প্রতিদিন রাতে ৩/৪ ঘন্টা আটকে রেখে র‍্যাগিং করা হচ্ছে। এমনকি অসুস্থ শিক্ষার্থীকে নানারকম হুমকি দিয়ে মুখবন্ধ রাখারও চেষ্টা করা হয়েছে।’

র‌্যাগিংয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close