• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শাহেদকে আহ্বায়ক করে ঢাকা কলেজে ছাত্র ইউনিয়নের কমিটি গঠন

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২
পূর্বপশ্চিম ডেস্ক

এফ এ শাহেদকে আহবায়ক, রাব্বি রহমান ও আনন্দ চন্দ্র দাসকে যুগ্ম আহবায়ক করে ঢাকা কলেজ ছাত্র ইউনিয়নের ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে তিনটি পদ ফাঁকা রাখা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) নব গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক লাভলী হক। শপথ গ্রহণ শেষে কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিনয় দাস, ফাহিম মাহমুদ, জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম, মো: আশরাফুল, তারিক মাহমুদ, ইয়ামিন হোসেন প্রমুখ।

নবগঠিত কমিটির আহবায়ক এফ এ শাহেদ বলেন, ১৯৫২ সালের অগ্নিগর্ভ থেকে ‘ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি’ স্লোগান নিয়ে জন্ম নেওয়া ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আমরা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সমাজ উন্নয়নে, সন্ত্রাস রোধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি। আগামীতেও বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ধারার শিক্ষানীতি বাস্তবায়নে আরও জোরদার ভুমিকা রাখবে এ সংগঠন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট তারিখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের ৯ম সভায়, গঠনতন্ত্রের ৫৬/গ ধারা অনুযায়ী ঢাকা কলেজ সংসদ কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছাত্র ইউনিয়ন, ঢাকা কলেজ সংসদের পূর্বতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

ছাত্র ইউনিয়ন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close