• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় মার্কিন চিকিৎসক দল

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০২৩, ০০:৫৩
নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তারা ঢাকায় এসে পৌঁছান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির তথ্যটি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের এই বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন।

মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, যে বিশেষজ্ঞ দলে একজন হেপাটোলজিস্ট, একজন ইন্টারভেনশনিস্ট এবং একজন নেফ্রোলজিস্ট রয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় তিন মাস যাবত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছে।

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

কারাদন্ড পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close