• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আ.লীগ নির্লজ্জ বলেই জনগণের রায় মানে না: এ্যানি

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৪
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ এতো নির্লজ্জ ও বেহায়া যে জনগণের রায় মেনে নেওয়ার সাহস তাদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দুর্নীতি আর দুঃশাসন নিয়ে ব্যস্ত। সুযোগ-সুবিধা পেয়ে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনী তাদের পাহারা দিয়ে রেখেছে। এমন অবস্থায় আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হয়েছে। এ চাপে সরকার ব্যাপকভাবে ভীত।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের একপর্যায়ে আমাদের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে। তবু আমরা লক্ষ্মীপুর ছেড়ে যাইনি। কিন্তু ২০১৩ সালের ১২ ডিসেম্বর জনগণের তোপের মুখে পড়ে লক্ষ্মীপুর থেকে র‌্যাব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। র‌্যাব এখন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা আমির হোসেন চাষী, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুল আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ শতাধিক নেতাকর্মী।


পূর্বপশ্চিম/এসকে

এ্যানি,বিএনপি,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close