• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ন্যূনতম মজুরি ২০ হাজার না হওয়া জাতীয় লজ্জা: ইনু

প্রকাশ:  ০১ মে ২০২২, ১৩:২৩
নিজস্ব প্রতিবেদক

শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা না হওয়া জাতীয় লজ্জা বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

রোববার (১ মে) মহান মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ’র এক সমাবেশে এ কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া, মাথা পিছু জাতীয় গড় আয় আড়াই হাজার ডলার হওয়া, করোনার মধ্যেই জাতীয় প্রবৃদ্ধির ধারা শতকরা ছয় ভাগের উপরে ধরে রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পঞ্চাশ বিলিয়ন ডলারের কাছাকাছি যাওয়া, সবাই দেশের শ্রমিক-কৃষক-শ্রমজীবী-কর্মজীবী-মেহনতি মানুষ, প্রবাসী শ্রমিক রেমিটেন্স যোদ্ধা, কৃষক, উদ্যোক্তাদের কৃতিত্ব। তারপরও শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা না হওয়া জাতীয় লজ্জা।

হাসানুল হক ইনু আরও বলেন, সরকার বার বার তাগিদ দেওয়ার পরও কিছু কিছু মালিক তাদের কলকারখানা, মিল, ফ্যাক্টরিতে কর্মপরিবেশ নিরাপদ না করে মৃত্যুফাঁদ বানিয়ে রেখেছে।

তিনি বলেন, যতই উন্নয়ন হোক অর্থনীতিকে সমাজতন্ত্রের পথে পরিচালিত না করলে সমাজে সামাজিক ও আর্থিক বৈষম্য বাড়তেই থাকবে।

জাসদ সভাপতি অবিলম্বে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সেক্টর নির্বিশেষে শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল আকতার, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, শ্রমিক নেত্রী শিরীন শিকদার, মফিজুর রহমান বাবুল, রফিকুল ইসলাম রাজা, শ্রমিক নেতা মঞ্জুরুল আলম চমন, জামিল ভূইয়া, মনির মন্ডল, শেখ শাহনাজ, সামিয়া চান জুই, কলি আকতার, খাজুর আহমেদ, মোঃ জুয়েল মিয়া, আব্দুস সালাম, মোঃ মিজানুর রহমান, হারুনুর রশিদ, সোহেল, প্রমূখ।

পূর্বপশ্চিমবিডি/জেএস

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),হাসানুল হক ইনু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close