• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশে উন্নয়নের নামে অর্থপাচার হচ্ছে: রিজভী

প্রকাশ:  ০২ মে ২০২২, ১৪:৩১
নিজস্ব প্রতিবেদক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেঁচে থাকার জন্য নিত্যপণ্য জিনিসপত্র (সয়াবিন তেল, চাল, ডাল, আটা) যেগুলো খুবই প্রয়োজনীয় সরকার সেইসব জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না।। এটার অন্যতম কারণ হচ্ছে, দেশে উন্নয়নের নামে অর্থপাচার হচ্ছে। আর সে কারণে সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না।

সোমবার (২ মে) সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করার পর তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আজকে যদি কোনো জবাবদিহিমূলক সরকার থাকতো, অ্যাকাউন্টেবেলিটি থাকতো তাহলে এমনটা (সয়াবিন তেল সংকট) হতো না। জবাবদিহি সরকার হলে তারা মার্কেট ইন্টারভেশন করতো। সয়াবিন তেল যারা সিন্ডিকেট করছে, যারা কালোবাজারি করছে তাদের গ্রেফতার করতো সরকার। কিন্তু সেটা হচ্ছে না।

ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ঈদে ঘরমুখী মানুষদের দুর্ভোগ পোহাতে হয়েছে। অত্যন্ত কষ্টে তাদের ঈদ পালনে বাড়ি যেতে হচ্ছে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে অভিঘাত সেই অভিঘাতে ক্ষত-বিক্ষত এদেশের সাধারণ মানুষ।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে রমজান মাস জুড়ে বিএনপির নেওয়া ধারাবাহিক কর্মসূচির কথাও উল্লেখ করেন রিজভী।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অর্থপাচার,দেশ,উন্নয়ন,রুহুল কবির রিজ,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close