• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গা সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন শাজাহান খান

প্রকাশ:  ২৬ আগস্ট ২০২২, ১৫:৫১
মাদারীপুর প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় থাকাকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে প্রথমে মিয়ানমার থেকে রোহিঙ্গারা এসে আশ্রয় নেয়। সেই সময় এই সুযোগ না দিলে পরবর্তী সময়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে পারতো না। এজন্য রোহিঙ্গা সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে মাদারীপুর শহরের সেলিনা কমপ্লেক্সে মহিলা বিষয়ক অধিদফতরের সেলস্ অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রথমে দেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে আজ এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। জিয়াউর রহমান ও খালেদা জিয়া ক্ষমতায় থাকতে দেশে তিন লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল। সেই রাস্তা দেখেই পরে কয়েক লাখ রোহিঙ্গা আবার দেশে আসছে।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, রোহিঙ্গাদের ওপর যখন চরম আঘাত এসেছে, নারীদের ধর্ষণ করা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, এমনকি শিশুদের হত্যা করেছে মিয়ানমার, তখন প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদের দেশে এসেছে। শুরুতে শেখ হাসিনার সরকার তাদের বাধা দিয়েছিল, পরে মানবিক কারণেই আশ্রয় দিয়েছে। শুধু রোহিঙ্গাদের আশ্রয়ই দেওয়া হয়নি, এমনকি তাদের জন্য বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে।

পূর্বপশ্চিম/ম

রোহিঙ্গা ইস্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close