• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‌‘রাষ্ট্রপতি হতে জিয়াউর রহমানের লোলুপ দৃষ্টি ছিলো’

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০২২, ১৬:৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাষ্ট্রপতি হওয়ার জন্য জিয়াউর রহমানের লোলুপ দৃষ্টি ছিলো মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, এজন্যই তিনি বাংলার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম হত্যাকাণ্ড চালিয়েছিলেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা কখনোই এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবেন না।

তিনি বলেন, একজন কামরুজ্জামান যিনি ব্যক্তিজীবনে অত্যন্ত নির্লোভ মানুষ ছিলেন। জাতীয় চার নেতার মধ্যে অদ্ভুত ধরনের চারিত্রিক মিল ছিলো। আমি সবার জীবনী সম্পর্কে তাদের সন্তানদের কাছ থেকে শুনেছি। সিমলা চুক্তির পর পাকিস্তান যাদের ফিরিয়ে নেয় তাদের আর চাকরিতে রাখা হয়নি। এটাই নিয়ম যে পরাজিত কাউকে মূল কাঠামোতে রাখা যায় না।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধক্ষ্য অধ্যাপক মো. অবায়দুর রহমান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জিয়াউর রহমান,রাষ্ট্রপতি,রাসিক,মেয়র,এ এইচ এম খায়রুজ্জামান লিটন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close