• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘১৩ বছরে সরকারের নেতাকর্মীরা ১৪ লাখ কোটি টাকা পাচার করেছে’

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২২, ২১:৪৫
নিজস্ব প্রতিবেদক

গত ১৩ বছরে এ সরকারের নেতাকর্মীরা ১৪ লাখ কোটি টাকা পাচার করেছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর আমতলা এলাকায় আয়োজিত গণঅধিকার পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, আজ দেশের পাঁচ শতাংশ মানুষের হাতে ৯৫ শতাংশ সম্পদ জিম্মি। আর বাকি ৯৫ শতাংশ মানুষের হাতে মাত্র পাঁচ শতাংশ সম্পদ। প্রধানমন্ত্রী এবং এ সরকারের লোকজন বলেছেন, তারা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তারা উন্নয়নের রোল মডেল। কিন্তু কিছুদিন আগে প্রধানমন্ত্রী গণভবনে মন্ত্রিপরিষদ সভায় বলেছেন, দেশে দুর্ভিক্ষ আসছে।

তিনি বলেন, উন্নয়নের মহাসড়কের কথা বলে এখন কেন দুর্ভিক্ষের কথা বলছেন? মাত্র ৪৭ হাজার কোটি টাকা ঋণের জন্য আইএমএফের পা ধরাধরি শুরু করেছেন।

ডাকসুর সাবেক ভিপি আরো বলেন, আর ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা ১০ হাজার কোটি টাকা পাচার করেছেন। এই সরকারের আশীর্বাদপুষ্ট একজন পি কে হালদার ১০ হাজার কোটি টাকা পাচার করেছেন। মাত্র দুজনে ২০ হাজার কোটি। এই দুটি তো নমুনা, গত ১৩ বছরে এ সরকারের নেতাকর্মীরা ১৪ লাখ কোটি টাকা পাচার করেছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পাচার,টাকা,নেতাকর্মী,সরকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close