• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণ-অবস্থান

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০২৩, ১৩:১৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (১১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে গণতন্ত্র মঞ্চের এ কর্মসূচি শুরু হয়। বেলা ১১টা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিলো।

বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে শুরু করেন গণতন্ত্র মঞ্চের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে প্রথমে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেয়। এরপর গণসংহতি আন্দোলনের একটি মিছিল যোগ দেয় বেলা ১১টা ৪৭ মিনিটে। নাগরিক ঐক্যের মিছিল যোগ দেয় দুপুর ১২টা ৩ মিনিটে।

এদিকে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা আসার আগেই বেলা পৌনে ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আইনশঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যাক সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে অবস্থা করছেন।

প্রেসক্লাব জোনে দায়িত্বরত শাহবাগ থানার ইন্সপেক্টর শেখ বাশার বলেন, ‌আমরা সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছি। অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণঅবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গণ-অবস্থান,প্রেসক্লাব,গণতন্ত্র মঞ্চ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close