• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপির জেলা ও মহানগরে মানববন্ধন আজ

প্রকাশ:  ১১ মার্চ ২০২৩, ১০:০১
নিজস্ব প্রতিবেদক

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (১১ মার্চ) রাজধানীসহ সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দাবি আদায়ের লক্ষ্যে এই মানববন্ধন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যুগপৎ কর্মসূচি হিসেবে মহানগর ও জেলা শহরগুলোতে ১১ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হবে। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি।

মানববন্ধন কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ঢাকা মহানগর উত্তরে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বাড্ডা সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে অংশ নেবেন।

এছাড়া গণতন্ত্র মঞ্চ বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকির উল্টা দিকে ফার্স হোটেলের সামনে, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকি থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট আল রাজী কমপ্লেক্স, গণফোরাম মতিঝিলের অফিসের সামনে, সম্মিলিত পেশাজীবী পরিষদ নটরডেম কলেজের সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাব থেকে, এলডিপি দুপুর ৩টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন অফিসের সামনে থেকে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মানববন্ধন,বিএনপি,জেলা,মহানগর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close