• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২৫ মার্চ বিএনপির কর্মসূচি নেই কেন, প্রশ্ন কাদেরের

প্রকাশ:  ২৫ মার্চ ২০২৩, ২১:২৪
নিজস্ব প্রতিবেদক

বিএনপি ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করে না দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা কেন গণহত্যা দিবস পালন করতে চায় না? তাদের এদিন কোনো কর্মসূচি নেই কেন? কারণ তারা ২৫ ও ২৬ মার্চের চেতনা ধারণ করে না। এ কারণে তারা চুপচাপ বসে আছে। এ দিবসটির প্রতি তাদের আবেগ ও অনুভূতি নেই।

শনিবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুলের সাম্প্রতিক এক বক্তব্যের জের ধরে সড়ক ওবায়দুল কাদের বলেন, স্বাধীন বাংলাদেশে বাস করে যে বলতে পারে এখনকার চেয়ে পাকিস্তান আমল অনেক ভালো ছিলো, তিনি অপশক্তির চেতনা ধারণ করেন না? তিনি কি অপশক্তির পৃষ্ঠপোষক নন?

তিনি বলেন, যারা আমাকে বলেন ফখরুলকে টার্গেট করে কথা বলি, তাদের উদ্দেশ্য বলতে চাই। ফখরুল প্রতিদিনই আমাদের টার্গেট করে। তাকে কিছু বললে আপনাদের গায়ে জ্বালা ধরে কেন?

‘পাকিস্তান আমলে ভালো ছিলাম’ বলাদের পাকিস্তানের ‘সেবাদাস ও দালাল’ আখ্যায়িত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের প্রতিহত করতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি ‘পাকিস্তানের দালাল পার্টি’। তাদের হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। বিএনপিকে পরাভূত ও পরাজিত করার শপথ নিতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রশ্ন,কর্মসূচি,বিএনপি,ওবায়দুল কাদের,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close