• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গণতন্ত্র বিকাশে সরকারের সঙ্গে বিরোধী দলের ভূমিকা জরুরি: তৈমুর

প্রকাশ:  ৩০ মার্চ ২০২৩, ২৩:০৩
নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র বিকাশে সরকারের সঙ্গে বিরোধী দলের ভূমিকা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৫টায় রাজধানীর পল্টনের গণস্বাস্থ্য হোমিও মিলনায়তনে বিশিষ্ট আইনজীবী ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা ফোরাম ও জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তৈমুর আলম খন্দকার বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সেই নির্বাচনে বৃহৎ রাজনৈতিক দলগুলো এখন আর নেতাকর্মীর রাজনৈতিক, সাংগঠনিক বা ত্যাগের ইতিহাসকে গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় অর্থকে। ফলে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াদের মতো ত্যাগী নেতারা দিনশেষে অবহেলার শিকার হন। এর ফলে দলের মধ্যে সুবিধাবাদী নেতৃত্ব শক্তিশালী হয়ে ওঠে।

তিনি বলেন, রাজনীতির কল্যাণের স্বার্থেই অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াদের মতো ত্যাগী রাজনৈতিক নেতাদের স্মরণ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এমন নেতৃত্ব রাজনীতিতে বিরল হয়ে উঠবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিরোধী দল,সরকার,গণতন্ত্র,বিকাশ,অ্যাডভোকেট,তৈমুর আলম খন্দকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close