• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ‘ক্রাইম জোন’ ঘোষণা, ফটকে তালা

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০২৩, ১৩:১৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। আশপাশের মোড় ও বিভিন্ন গলির মুখেও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

এদিকে বিএনপির কার্যালয়ের মূল ফটকের সামনের অংশে “ক্রাইম সিন” লেখা ফিতা টানিয়ে দিয়েছে পুলিশ। এ সময় ফটকে তালা ঝুলতে দেখা গেছে।

সম্পর্কিত খবর

    রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বেষ্টনী দেওয়া অংশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করতে দেখা গেছে।

    পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সিআইডি ক্রাইম সিন ইউনিট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ক্রাইম জোন ঘোষণা করেছে। অপরাধ তদন্তের জন্য সেখান থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না।

    পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার গোলাম রুহানি বলেন, “নয়াপল্টন ও আশপাশের পুরো অঞ্চলটিকেই ‘ক্রাইম সিন অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। যে অংশটি ঘিরে রাখা হয়েছে, সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল।”

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close