• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

সভা-সমাবেশ ভয় দেখিয়ে বন্ধ করা যাবে না: গণতন্ত্র মঞ্চ

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০২৩, ২১:৫৮
পূর্বপশ্চিম ডেস্ক

সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সরকারবিরোধী দলকে ভয় দেখাতে চায় বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। এর নেতারা বলেছেন, ভয় দেখিয়ে আন্দোলনরত দলগুলোর সভা-সমাবেশ বন্ধ করা যাবে না।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জনগণ মানবে না। এই নিষেধাজ্ঞা দিয়ে কোনোভাবেই বৈতরণী পার হওয়া যাবে না। সব বাধা অতিক্রম করে, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমের গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হবে।

তারা বলেন, ‘একদিকে এই সর্বাত্মক দমন পীড়ন, অন্যদিকে সভা সমাবেশকেও বন্ধ করার উদ্যোগ। এর মাধ্যমে সরকার সরাসরি ঘোষণা না করলেও কার্যত জরুরি অবস্থা জারি করেছে।’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, মঞ্চের নেতা অ্যাডভোকেট কেএম জাবির প্রমুখ।

গণতন্ত্র মঞ্চ,জাতীয় প্রেস ক্লাব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close